ক্রিকেট ব্যাট নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৪১
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদরে ক্রিকেট ব্যাট নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে শফিউল্লাহ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া সদরের পশ্চিমপাড়া খানকা শরীফের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্রিকেট খেলার ব্যাট নিয়ে ব্রাহ্মণপাড়া সদরের ডাব বিক্রেতা এরশাদ মিয়ার ছোট ছেলে সানাউল্লাহর সাথে একই এলাকার জহিরুল ইসলামের ছেলে হৃদয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হৃদয় সানাউল্লাহকে গালে থাপ্পড় দেন। ঘটনা শুনে সানাউল্লাহর বড় ভাই সফিউল্লাহ কয়েকজন লোক নিয়ে বিষয়টি জানার জন্য গেলে হৃদয়ের নেতৃত্বে ৭-৮ জন ছেলে শফিউল্লাহকে ধারাল ছোরা দিয়ে পেটে উপর্যুপরি আঘাত করেন।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন শফিউল্লাহকে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সফিউল্লাহ মারা যান। শোনার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমজে