ঢাকা-মাওয়া হাইওয়েতে দুর্ঘটনা
একই পরিবারের চারজনসহ নিহত ৬
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৩
ঢাকা-মাওয়া হাইওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল দিতে অপেক্ষমাণ মোটরসাইকেল, প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসকে যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে শিশুসহ ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় টোলপ্লাজায় এই দুর্ঘটনা ঘটে। পরে হতাহতদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার বিল্লাল হোসেন জানান, নিহতদের মধ্যে একই পরিবারে চারজনসহ মোট ছয়জন রয়েছেন। তারা হলেন- আমেনা বেগম (৪৮), ইসরাত ইমু (২৫), রিহা (৮), আয়াত (৩), রুহি (৩২) ও আব্দুল্লাহ (৭)। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক আত্মীয়ের কুলখানিতে অংশ নিতে রাজধানীর জুরাইন থেকে মাদারীপুর যাচ্ছিলেন তারা। এ সময় টোল দিতে অপেক্ষারত অবস্থায় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি সামনে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা গেছে, সকাল ১১ টা ৬ মিনিট ১৫ সেকেন্ডে ঢাকা-মাওয়া হাইওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় একটি মোটরসাইকেল টোল প্রদান করছিল। তার পেছনে দাঁড়িয়েছিল একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার। বেপারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে ১১ টা ৬ মিনিট ৩০ সেকেন্ডে টোল প্লাজায় অপেক্ষমাণ গাড়িগুলোকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে টেনে হেঁচড়ে ৫০ মিটার পর্যন্ত নিয়ে যায়।
হাঁসাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর পরই সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজধানী বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মিরপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এই ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছে।
হাসপাতালে দায়িত্বরত কোতয়ালী থানার এসআই জাকারিয়া জানান, আহতদের মিটফোর্ড হাসপাতালসহ ঢাকা মেডিকেল ও রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় ঘাতক বাসের হেলপারকে সেনাবাহিনী আটক করেছে।
এরশাদ হোসেন/এমবি