ধনবাড়ীতে জাসাস’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৯:০৭
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে ধনবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে দোয়া মোনাজাত, আলোচনা সভা ও র্যারি অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা ও পৌর জাসাস’র আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কসহ ধনবাড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা জাসাস’র আহ্বায়ক সাইফুজ্জামান টিটু। আর সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন লিটু।
সভায় ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, পৌর জাসাসর আহ্বায়ক ওসমান গণি দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন লেবু, সদস্য সচিব রাশিদুল ইসলাম প্লাবন, পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী জীবন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আ. মান্নান, পৌর কৃষকদলের আহ্বায়ক জিল্লুর রহমান প্রমুখ।
এমবি