আখ বোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৬
---2024-12-27T194427-676eafa3de4b3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহের কালীগঞ্জে চিনিকলের আখ বোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহত যুবকের নাম রানা হোসেন (২০)।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিয়াডাঙ্গা-শিশুতলা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রানা হোসেন কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মুনছুর আলীর ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে মোটরসাইকেলে করে বালিয়াডাঙ্গা বাজারে যাচ্ছিলেন রানা হোসেন। বিপরীত দিক থেকে আসা মোবারকগঞ্জ চিনিকলের আখ বোঝাই একটি ট্রলি তার মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এ সময় ট্রলিতে থাকা আখে লেগে রাস্তার ওপর পড়ে গেলে ট্রলির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত রানা হোসেনের মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
বুরহান উদ্দীন/এমবি