Logo
Logo

সারাদেশ

মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৬:১৬

মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় সাথে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টার পর মেরিন ড্রাইভের ইনানী সমুদ্র সৈকত সংলগ্ন সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত সাজিদ কবির কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পাস করেছেন। বর্তমান তিনি ঢাকার মাইলস্টোন কলেজে পড়াশোনা করছিলেন।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১১ টার পর মেরিন ড্রাইভের ইনানী সমুদ্র সৈকত সংলগ্ন সড়কে সাজিদের মোটরসাইকেলটি দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাজিদ টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ কচুবনিয়া এলাকার বাসিন্দা কক্সবাজারের সমবায় অফিসে কর্মরত কবির আহমেদ ছেলে।

উখিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইব্রাহীম মাহমুদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর