‘পার্বত্য চট্টগ্রামে শান্তি রক্ষায় পাশে আছে সেনাবাহিনী’
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৬:১৭
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি কেন্দ্রীয় য়ংড বৌদ্ধ বিহারে সংঘদান ও ধর্মীয় আনুষ্ঠানিকতা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, চীবর দান, অষ্টপরিষ্কার দান এবং সংঘদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় দেশের শান্তি, সম্প্রীতি এবং মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি য়ংড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ক্ষেমাসারা থেরোসহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষু ও ধর্মীয় ব্যক্তিত্বরা।
ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, "সেনাবাহিনী পার্বত্য এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করছে। এ ধরনের ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ এবং স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে সেনাবাহিনী।"
ছোটন বিশ্বাস/এমএইচএস