Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৮:১৮

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার পেট্রোল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় মো. মোহন মিয়া (৫২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।  

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোহন মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল পৌনে ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহতের মেয়ের জামাই মো. মুন্না জানান, মোহন মিয়া পেশায় লোহার গর্দার শ্রমিক ছিলেন। তিনি গ্রামের বাড়ি চাঁদপুর থেকে নারায়ণগঞ্জে বাসায় ফিরছিলেন। সাইনবোর্ড এলাকার পেট্রোল পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।  

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

নিহত মোহন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নন্দি খোলা গ্রামের মহব্বত আলীর ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের পাগলা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন তিনি।  

এইআ/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর