Logo
Logo

সারাদেশ

বিএসআরইএ সভাপতি মোস্তফাকে সংবর্ধনা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ২১:১৯

বিএসআরইএ সভাপতি মোস্তফাকে সংবর্ধনা

বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি নির্বাচিত হওয়ায় মোস্তফা আল মাহমুদকে জামালপুরের ইসলামপুরে সংবর্ধনা দিয়েছেন ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ইসলামপুরের মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের কার্যালয়ে এক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাকে বরণ করে নেওয়া হয়।

এই অনুষ্ঠানে ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয় এবং তার জন্য দোয়া করা হয়। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবসায়ীরা।

বক্তারা বলেন, মোস্তফা আল মাহমুদ দেশের একটি বড় সংগঠনের সভাপতি হয়েছেন, যা ইসলামপুরবাসীর জন্য গর্বের বিষয়। তিনি বিভিন্ন সময়ে ইসলামপুরের মানুষের জন্য নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন। তার উদ্যোগ ইসলামপুর ও পুরো জামালপুরের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

এ সময় বিএসআরইএর সভাপতি মোস্তফা বলেন, এই মাটির প্রতি আমার কর্তব্য রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই আমি সামাজিক কাজ করি। আমার বড় কিছু হওয়ার কোনো ইচ্ছা নেই। তবে মানুষের পাশে দাঁড়িয়ে কল্যাণকর কাজ করাই আমার মূল উদ্দেশ্য। আমি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করছি।

মেহেদী হাসান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর