Logo
Logo

সারাদেশ

ইংরেজি নববর্ষ

নিরাপত্তার চাদরে মোড়ানো হচ্ছে পাহাড়ি জনপদ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:০৬

ইংরেজি নতুন বছরকে বরণ করতে পার্বত্য জেলা খাগড়াছড়িতে চলছে পর্যটকদের মিলনমেলা। পাহাড়ি এ জনপদে ভ্রমণ নিশ্চিতে নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সক্রিয় রয়েছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে খাগড়াছড়িতে পর্যটন শিল্পের বিকাশ ও সম্ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা। তিনি জানান, নতুন বছরকে কেন্দ্র করে পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সর্বোচ্চ নজরদারি করছে।

সভায় জানানো হয়, পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পর্যটকদের থাকা ও বিশুদ্ধ খাবারের ব্যবস্থা নিয়েও কাজ চলছে।

সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এবং ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম সুমন, পর্যটন মোটেল ইনচার্জ উত্তম কুমার মজুমদার, বিআরটি পরিদর্শক মো. কায়সার আহমেদ, জিপ মালিক সমিতির সভাপতি মো. মফিজুর রহমান ও গণমাধ্যমকর্মীরা। তারা পর্যটন শিল্পের সম্ভাবনা ও উন্নয়নের নানা দিক তুলে ধরেন।

ছোটন বিশ্বাস/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর