Logo
Logo

সারাদেশ

পটিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৯

পটিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের পটিয়ায় ঢাকা-কক্সবাজার রুটের একটি যাত্রীবাহী শ্যামলী নাইট কোচ ও একটি পণ্যবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার ইন্দ্রপুল বাইপাস চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- গাজীপুরের মোহাম্মদ মামুন (১৯), চন্দনাইশ উপজেলার গিয়াস উদ্দিন (৪৫), মোহাম্মদ ইমরান (৪৫), কক্সবাজার জেলার জয়নাল (২২) ও গাজীপুরের মেহেরাব (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-কক্সবাজার রুটের একটি শ্যামলী নাইট কোচ ও একটি পণ্যবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। বেপরোয়া গতিতে চলাচলকারী ট্রাক ও শ্যামলী বাসের মধ্যে প্রতিযোগিতামূলক গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত জয়নালসহ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার সামিয়া রওশন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে জয়নালকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

হেলাল উদ্দিন নিরব/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর