Logo
Logo

সারাদেশ

নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ১২ লাখ টাকা জরিমানা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৯:২৭

নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ১২ লাখ টাকা জরিমানা

ছবি : প্রতিনিধি

নরসিংদীর মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউসুফ মিয়া (৫৪) নামে এক ব্যক্তির ১০ লাখ ও কৃষি জমির মাটি বিক্রির দায়ে ২ লাখ টাকাসহ মোট ১২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর আলোকবালি ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী ও নজরপুর ইউনিয়নের দিলারপুরে অভিযান পরিচালনা করে এই জরিমানার নগদ টাকা আদায় করা হয়৷ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নরসিংদী সদর উপজেলার দিলারপুর এলাকায় বালু মহলের ইজারা থাকলেও আলোকবালী এলাকা অংশে কোনো বালু মহাল ইজারা দেয়নি জেলা প্রশাসন। দিলারপুর এলাকার ইজারা নিয়ে বালু মহলটি পাশের  আলোকবালীতেও ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। পরে অভিযান পরিচালনা করে নগদ ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে নজরপুর ইউনিয়নের দিলারপুরে ভেকু মেশিন দিয়ে কৃষি জমির মাটি কাটার দায়ে দুইজনকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

সুমন রায়/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর