Logo

সারাদেশ

ঢাকার অদূরে এক হলুদ ফুলের রাজ্য

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:০০

ঢাকার অদূরে এক হলুদ ফুলের রাজ্য

ছবি : প্রতিনিধি

রাজধানী ঢাকার অদূরে মানিকগঞ্জের হরিরামপুরে মাঠে মাঠে সরিষার ব্যাপক আবাদ হয়েছে। হলুদ ফুলে ফুলে ভরে আছে ফসলের মাঠ। এ যেন হলুদ ফুলের রাজ্য।

শীতের কুয়াশায় ধূসর প্রান্তর, চারদিকে হলুদের সমাহার। ফুলের মৌ মৌ গন্ধ সুবাস ছড়াচ্ছে যেন পুরো এলাকা। প্রজাপতি, মৌমাছি, হলুদিয়া-নীলরঙা পাখি, পোকামাকড় থেকে শুরু করে অনেক কিছু দেখা যায় এই হলুদ রাজ্যে।

মাঠের পর মাঠ প্রান্তর যেন হলুদে একাকার। মাঝে সরলরেখার মতো সরু গ্রামীণ মেঠোপথ। পথের দুপাশে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বিস্তৃত দেখা যায় হলুদ সরিষা ফুলের সারি। কুয়াশা ভেদ করে বয়ে চলা মৃদ হাওয়ায় দোল খাওয়া সরিষা মাঠকে মনে হচ্ছে ঢেউ খেলা কোনো হলুদ সমুদ্র। 

সরিষা ফুলে ঘুরে বেড়ানো মধু পিয়াসী মৌমাছির গুণগুণ-গুঞ্জরণে সৃষ্ট আবহ মাতিয়ে তোলে হাজারও প্রকৃতিপ্রেমীদের। এমন আবেশে কে না হারিয়ে যেতে চায়! প্রিয় মানুষটিকে প্রকৃতির এমন আবহে প্রতিস্থাপন করে স্বপ্ন বুনতে চায় হাজারো প্রেমিক মন।

এমন মোহেই হয়ত পল্লীকবি জসিম উদ্দিন লিখেছিলেন,

আরো একটুকু এগিয়ে গেলেই সরষে ক্ষেতের পরে, 

তোমারে আমার যত ভালো লাগে, 

সে অনুরাগে হলুদ বসন

বিছাইয়া আছে দিক দিগন্ত ভরে।

দুধারে অথৈ সরিষার বন

মাঝখান দিয়ে সরু বাঁকা পথখানি।

দোষ নিও নাকো ফুলেরা তোমার

ধরিলে আঁচল টানি

ছুটি কিংবা অবসর সময়ে শত শত প্রকৃতিপ্রেমী মানুষ ছুটেছে এ অঞ্চলে। আর এমন সুন্দর দৃশ্য ধারণ করতে চলছে সেলফি তোলার প্রতিযোগিতা। রাজধানীর কাছেই মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা। চাইলে সপরিবারে কিংবা আপনার প্রিয় মানুষটিকেও এই ভ্রমণে সঙ্গী করতে পারেন। চোখে সরষে ফুলের অপার সৌন্দর্য দেখার সঙ্গে বোনাস হিসেবে পাবেন শীতের সকালে খেজুরের রস, স্থানীয় মজাদার খাবারের স্বাদ, পদ্মা নদী দেখা ও নদীতে সাঁতার আর বিরামহীন ছবি তোলার সুযোগ।

সোমবার (৩০ ডিসেম্বর) সরজমিনে গিয়ে কথা হয় উপজেলার বিজয়নগর গ্রামের সরিষা চাষি ছবেদ আলীর সাথে। 

তিনি রূপালী বলেন, ‘সরিষার আবাদ এই উপজেলার একটি ঐতিহ্য। প্রায় সব কৃষকই সরিষার আবাদ করেন। সবাই একযোগে সরিষা বোনার কারণে একসঙ্গে চারা বড় হওয়ার পাশাপাশি ফুলও আসে। ফলে সরিষা মাঠ হলুদে ছেয়ে যায়। ’

সরিষা ক্ষেতে লোকজনের ছবি তোলা প্রসঙ্গে কৃষকেরা বলেন, ‘অনেকেই ক্ষেতের মাঝখানে ঢুকে যায়। এতে কিছু সরিষা নষ্টও হয়। তারপরও আমরা কাউকে বাধা দেই না। কারণ এটা এলাকার ঐতিহ্য। লোকজন দেখতে আসলেই আমাদের ভাল লাগে।’  

সরিষা ফুল দেখতে এবং ছবি তুলতে আসা জান্নাত ইসলাম বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে আর ছবি তুলতে এসেছি। সরিষার মৌসুমে প্রোফাইলে সরিষা ফুলের সাথে ছবি আপলোড না দিলে কেমন যেন অপূর্ণতা থেকে যায়। অনেক মজা করছি, ছবি তুলছি, আমাদের সবারই খুব ভালো লাগছে।’

হলুদের রাজ্যে যাবেন যেভাবে 

মানিকগঞ্জের হরিরামপুর যেতে হলে আপনাকে প্রথমে ঢাকার গুলিস্তান থেকে মানিকগঞ্জের বাসে উঠতে হবে। সেখান থেকে আবার লোকাল বাসে চড়ে হরিরামপুর বা ঝিটকা যেতে পারবেন। সারাদিনই এ বাস পাওয়া যায়। এ জায়গায় স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া ভালো। যাদের সে ব্যবস্থা নেই তারা ভাড়ায় মাইক্রোবাস কিংবা অন্য কোনো গাড়ি নিয়ে যেতে পারেন।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর