Logo
Logo

সারাদেশ

হবিগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:১৭

হবিগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

হবিগঞ্জের বাহুবলে অবস্থিত আকিজ ভেঞ্চার লিমিটেডের গ্যাস লাইনে কাজ করতে গিয়ে বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিজান গাজী, মাহফুজ মিয়া ও রিয়াজ মিয়া। অপর আরেকজনের নাম পাওয়া যায়নি। নিহত সবাই চাঁদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

পুলিশ জানায়, সকালে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার লিমিটেডের নামে একটি প্রতিষ্ঠানের গ্যাস লাইনে কাজ করেন তারা। সকাল ৯টার দিকে লাইনে বিস্ফোরণ ঘটে। এ সময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মিজান গাজী ও মাহফুজ মিয়া মারা যান। 

আশঙ্কাজনক অবস্থায় কর্মচারী রিয়াজকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সেখানে চিকিৎধীন অবস্থায় আরও একজন মারা গেছেন বলে জানা গেছে।

এ ঘটনায় গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেজাউল হক ডালিম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর