Logo
Logo

সারাদেশ

নববর্ষ উদযাপনে সিলেটে যেসব কাজ করা যাবে না

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৫

নববর্ষ উদযাপনে সিলেটে যেসব কাজ করা যাবে না

খ্রিস্টীয় নববর্ষ (থার্টি ফাস্ট নাইট) উদ্‌যাপন উপলক্ষ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সাথে জারি করেছেন কিছু নিষেধাজ্ঞাও।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী (বুধবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট মহানগরের সব এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে- গান-বাজনা, বাদ্য-বাজনা, হর্ন বাজানো, বাজি পোড়ানো, পটকা ফুটানো, ঢাক-ঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, বিস্ফোরক দ্রব্য বহন, মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ রাখা এবং মাদকদ্রব্য বিক্রি ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম জানান, এ বিধিনিষেধের লক্ষ্য হলো শান্তিপূর্ণ পরিবেশে নববর্ষ উদ্‌যাপন নিশ্চিত করা। তিনি আরও জানান, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এ নিষেধাজ্ঞা অমান্য করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল হক ডালিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর