নীলফামারীতে উদ্ধার ৪ হিমালয়ান শকুন পাঠানো হলো দিনাজপুরে
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬:১৮
ছবি : বাংলাদেশের খবর
নীলফামারীতে পৃথক জায়গা থেকে উদ্ধার হওয়া চারটি হিমালয়ান জাতের শকুনকে নিবিড় পরিচর্যার জন্য দিনাজপুর বন বিভাগের শিংরা শকুন রেসকিউ সেন্টারের কেন্দ্রে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারী থেকে ওই শকুনগুলো পাঠানো হয়।
সূত্র জানায়, গত ২৭ ডিসেম্বর জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ও খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি এলাকা থেকে দুটি শকুন উদ্ধার করা হয়। এছাড়া ২৮ ডিসেম্বর জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই মাঝাপাড়া ও পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী কোরানীপাড়া এলাকা থেকে আরও দুটি শকুন উদ্ধার করা হয়।
এসব শকুনকে উড়তে অক্ষম ও শারীরিকভাবে দুর্বল অবস্থায় ছিল। উদ্ধারকারীরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শকুনগুলোকে মঙ্গলবার দুপুরে দিনাজপুরের শিংরা শকুন রেসকিউ সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠিয়ে দেন।
এ বিষয়ে নীলফামারী সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, উড়তে অক্ষম ও শারীরিকভাবে দুর্বল শকুনগুলোর বিষয়ে স্থানীয়রা খবর দিলে দ্রুত উদ্ধার করে এনে চিকিৎসা দেওয়া হয়।
তৈয়ব আলী সরকার/এমবি