Logo
Logo

সারাদেশ

ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:১০

ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে  উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এসময় তিনি শৈলকুপা উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং কোন দপ্তরে কি সমস্যা আছে তা মনোযোগ সহকারে শোনেন। কিছু কিছু বিষয়ে তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নেন। 

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শৈলকুপাকে তিনি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন। দুর্নীতি, স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় তিনি সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন।’

তিনি আরও বলেন, ‘কেউ কোনো অপকর্মের সাথে জড়িত হলে সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু, শৈলকুপা ফায়ার সার্ভিসের জন্য অ্যাম্বুলেন্স প্রদানসহ, শৈলকুপার বিভিন্ন সরকারি দপ্তরের সমস্যা সমাধানে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।’

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন, শৈলকুপা থানার ওসি মাসুম খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের সন্তান। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ব্যক্তিগত সফরে তিনি শৈলকুপায় আসেন। শৈলকুপায় বিভিন্ন ব্যক্তিগত কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেন। এছাড়া মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাব্বীর হোসেনের কবর জিয়ারত করেন। এসময় তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সমবেদনা জ্ঞাপন করেন।

এম বুরহান উদ্দীন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর