Logo

সারাদেশ

সুন্দরবনে কাঁকড়া প্রজনন মৌসুম শুরু

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৭

সুন্দরবনে কাঁকড়া প্রজনন মৌসুম শুরু

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে কাঁকড়া প্রজনন মৌসুম শুরু হতে যাচ্ছে। পহেলা জানুয়ারি বুধবার থেকে শুরু হয়ে এ মৌসুম চলবে আগামী ফেব্রুয়ারি মাসের পুরোটা জুড়ে। এ সময় সুন্দরবনের নদ-নদীতে সকল প্রকার কাঁকড়া আহরণ বন্ধ থাকবে। তবে মাছ ধরার অনুমতি অব্যাহত থাকবে এমনটি জানিয়েছে সংশ্লিষ্ট বন বিভাগ।

বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার মো. জিয়াউর রহমান জানান, সুন্দরবনে কাঁকড়া প্রজনন বৃদ্ধি করার জন্য দুই মাসব্যপী এ উদ্যোগ নেওয়া হয়েছে । সাগর থেকে ঝাঁকে ঝাঁকে কাঁকড়া নদীতে উঠে এসে ডিম পাড়ে। কাঁকড়া প্রজনন নির্বিঘ্নে সম্পন্ন করতে আমাদের পক্ষ থেকে নদ-নদীতে টহল জোরদার করা হবে।

তিনি আরও বলেন, সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদ-নদীতে শীলা প্রজাতির কাঁকড়া বেশি পাওয়া যায়। এ অঞ্চলের কাঁকড়া প্রজনন সুষ্ঠুভাবে বৃদ্ধি করার জন্য সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. মশিউর রহমান জানান, কাঁকড়া বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উপাদান হওয়ায় এটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে কাঁকড়া প্রজনন বৃদ্ধি করার জন্য বন বিভাগের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জেলেদের কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন, যাতে তারা কাঁকড়া আহরণ থেকে বিরত থাকে।

আব্দুস সামাদ/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর