বাগেরহাটে শিক্ষার্থীদের ওপর হামলা, এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ২০:৪৪
ছবি : বাংলাদেশের খবর
বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এখনো এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
হামলার ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা চলছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে প্রশাসন অভিযান শুরু করেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় ঢাকামুখী শিক্ষার্থীদের বহরে স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা দিয়ে আঘাতের ফলে ২০জন আহত হন। যার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। সংঘর্ষের সময় খুলনা-মাওয়া মহাসড়কে যান চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
শিক্ষার্থীরা জানিয়েছেন, হামলাকারীরা স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর সহযোগিতায় তাদের বহরে হামলা চালায়। সংঘর্ষ চলাকালে পুলিশ উপস্থিত থাকলেও তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি বলে তারা অভিযোগ করেন। শিক্ষার্থীরা হামলাকে পূর্বপরিকল্পিত বলে দাবি করেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করেছে। দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।’
বর্তমানে মোল্লাহাট এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
শেখ আবু তালেব/এমআই