Logo

সারাদেশ

বালু উত্তোলন বন্ধে ফেনীতে অভিযান, শতাধিক ড্রেজার জব্দ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১১:২৫

বালু উত্তোলন বন্ধে ফেনীতে অভিযান, শতাধিক ড্রেজার জব্দ

ডিসেম্বর জুড়ে জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের ৪টি অভিযানে ১০১টি ড্রেজার মেশিনসহ আনুষঙ্গিক সরঞ্জাম ও ১৯ লাখ ৬০ হাজার ফুট বালু জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযানে আরও ২৬টি ড্রেজার মেশিন ও আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়। এর আগে টাস্কফোর্সের ৩টি অভিযানে মোট ৭৫টি মেশিন ও ১৯ লাখ ৬০ হাজার ফুট বালু করা হয়। বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে। 

বিজিবি জানায়, মঙ্গলবার দিনব্যাপী ছাগলনাইয়া উপজেলার সোনাপুরে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমার নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধীন অলিনগর ও চম্পকনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০০/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ২৬টি মেশিন ও আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়। এসবের আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ টাকা। জব্দকৃত মেশিনগুলো ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রয়েছে।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বাংলাদেশের খবরকে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তবর্তী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে বিজিবি তৎপরতা অব্যাহত রয়েছে। 

এর আগে ডিসেম্বরে ৩টি অভিযানে আনুমানিক মূল্য ৩ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭৫টি মেশিন ও ১৯ লাখ ৬০ হাজার ফুট বালু জব্দ করে টাস্কফোর্স। 

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর