দুর্বৃত্তদের বিষে মরল ৩০ লাখ টাকার মাছ
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বাংলাদেশের প্রতিবেদক, নোয়াখালী
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৩:০৯
![দুর্বৃত্তদের বিষে মরল ৩০ লাখ টাকার মাছ](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/01/bangldesher_khabor-BD-6774ea2a7c427.jpg)
নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের হাজীরহাট বাজার সংলগ্ন একটি মাছের প্রজেক্টে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। গত দুই দিন ধরে চার একরের ওই প্রজেক্টে মরে ভেসে উঠছে রুই, মৃগেল, কাতলা, তেলাপিয়াসহ নানা প্রজাতির হাজার হাজার মাছ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রজেক্টের মালিক আবদুল মতিন জানান, প্রায় ৩০ লাখ টাকার মাছ ছিল তার প্রজেক্টে। সোমবার দুপুর থেকে দেখতে পান তার চার একরের দুটি পুকুরের মাছগুলো মরে ভেসে উঠেছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত কয়েক মণ মাছ মরে ভেসে উঠে। পরে মাছগুলো ১০-১৫ টাকা হারে কিছু বিক্রি করেছেন। বেশিরভাগ মাছ মাটি চাপা দিয়ে দিয়েছেন। এ ঘটনার পর তার ছেলে জামাল অসুস্থ হয়ে যান।
এমন মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মাছের প্রজেক্টটি দেখতে আসেন। এ ঘটনা যে বা যারা ঘটিয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে স্থানীয়।
আবদুল মতিন জানান, ঘটনায় সুধারাম মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন তারা। এখনো পর্যন্ত কোনো প্রতিকার পাননি তিনি।
জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত শেষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দ্বীপ আজাদ/ওএফ