Logo

সারাদেশ

ফরিদপুরে ইয়াবাসহ যুবক আটক

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৮:২৬

ফরিদপুরে ইয়াবাসহ যুবক আটক

ফরিদপুরের সালথায় ইয়াবা ট্যাবলেটসহ লিয়ন মাতুব্বর (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের চরকামদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক লিয়ন মাতুব্বর পার্শ্ববর্তী মাঝারদিয়া ইউনিয়নের নারানদিয়া গ্রামের আজাদ মাতুব্বরের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সালথা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের চরকামদিয়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিয়ন মাতুব্বরকে আটক করে।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান জানান, লিয়নের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে বুধবার সকালে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পারভেজ মিয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর