Logo

সারাদেশ

হবিগঞ্জে এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০৩

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ২০:৫২

হবিগঞ্জে এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০৩

হবিগঞ্জ জেলায় গত এক বছরে সড়ক দুর্ঘটনায় ১০৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনাগুলোর অধিকাংশ ঢাকা-সিলেট মহাসড়কে ঘটেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন জেলার মাধবপুর উপজেলায়।

নিহতদের মধ্যে মাধবপুর উপজেলায় ২৮ জন, বাহুবলে ১৯, নবীগঞ্জে ১৪ জন,   শায়েস্তাগঞ্জে ১৪ জন, চুনারুঘাটে ছয়জন, বানিয়াচংয়ে পাঁচজন, লাখাইয়ে দুইজন, আজমিরীগঞ্জে তিনজন ও হবিগঞ্জ সদর উপজেলায় নয়জন। এদের মধ্যে অধিকাংশই মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনায় মারা যান।

গণমাধ্যমের খবর বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক দুর্ঘটনায় কারণগুলোর মধ্যে অন্যতম বেপরোয়া গতি, ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক, ট্র্যাফিক নিয়ম ভঙ্গ, পথচারীর ট্র্যাফিক আইন না জানা। এছাড়া ট্র্যাফিক আইন অমান্য করার কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।

স্থানীয়রা বলছেন, ঢাকা-সিলেট মহাসড়কে নানা ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে। যার মধ্যে বাস-ট্রাক সংঘর্ষ, বেপরোয়া গতির কারণে মটরসাইকেল বা মাইক্রোবাসের চালক ও যাত্রীরা গুরুতর আহত অথবা নিহত হচ্ছেন। 

এছাড়া হবিগঞ্জ অঞ্চলে অবৈধ তিন চাকার যান (ত্রি-হুইলার) চলাচল করছে, যা দুর্ঘটনার অন্যতম কারণ। এ পরিস্থিতিতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী যদি সঠিকভাবে আইন প্রয়োগ করা হতো, তাহলে দুর্ঘটনার সংখ্যা কমানো সম্ভব হত।

নাজমুল ইসলাম হৃদয়/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর