Logo
Logo

সারাদেশ

লালমাইয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ২১:৩০

লালমাইয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলায় আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকালে হরিশ্চর হাইস্কুল এন্ড কলেজ মাঠ থেকে শুরু হয়ে র‍্যালিটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে হরিশ্চর চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এ র‍্যালিটি আয়োজন করে কেন্দ্রীয় বিএনপির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থিত লালমাই উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। 

র‍্যালি শেষে ছাত্রনেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান, লালমাই উপজেলা ছাত্রদল নেতা আল আমিন অয়ন, উপজেলা ছাত্রদল নেতা আসিফ আহমেদ টিপু, উপজেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মজুমদার, ছাত্রদল নেতা রাসেল আহম্মেদ, ছাত্রদল নেতা আয়াত উল্লাহ সজিব, ছাত্রদল নেতা রাজু আহম্মেদ প্রমুখ।

এ সময় নেতারা বলেন, ছাত্রদল প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও গণমানুষের মুক্তির জন্য কাজ করে আসছে। বিগত আন্দোলন-সংগ্রামে শহীদ হওয়া ছাত্রনেতাদের আত্মত্যাগের উপর ভর করে নতুন বাংলাদেশ গড়তে হবে।

মাসুদ রানা/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর