রায়গঞ্জে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

চলনবিল প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ২১:৫১
---2025-01-01T214917-677564845560a.jpg)
সিরাজগঞ্জের রায়গঞ্জে গরিব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১ জানুয়ারি) রায়গঞ্জ উপজেলার ক্ষীরতলা বহুমুখী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনাবাহিনীর ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ১১ পদাতিক ডিভিশনের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এদিন সকাল ৯টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প চলবে। এ মেডিকেল ক্যাম্পেইনে সিএমএইচ বগুড়া ও ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এর কর্নেল শরিফ মোহাম্মদ রেজাউল মাসুদ, লেফট্যানেন্ট কর্নেল এ কে এম রাশেদ-উল -হাসান, লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ এনামুল হক, লেফট্যানেন্ট কর্নেল মো. রকিব উদ্দিন মজুমদার, লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ রাসেল, এমএসসহ মেডিসিন, সার্জারি, নাক কান ও গলা, চর্ম, চক্ষু, শিশু, স্ত্রী ও ধাত্রী বিদ্যা, ডেন্টাল সার্জন এ সেবা প্রদান করেন।
ফিরোজ আল আমিন/এমবি