Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু, কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, চুয়াডাঙ্গা

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮

চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু, কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির

ছবি : বাংলাদেশের খবর

দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এ শৈত্যপ্রবাহ আরও ৩-৪ দিন অব্যাহত থাকতে পারে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, গত ১৩-১৫ ডিসেম্বর জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে শীত কিছুটা কমে। তবে নতুন বছরের শুরু থেকেই আবারও তাপমাত্রা কমতে শুরু করেছে। ১ জানুয়ারি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, ‘উত্তরের হিমেল হাওয়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৬টা ও ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। চলমান শৈত্যপ্রবাহ আগামী কয়েক দিন স্থায়ী হতে পারে।’

শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কাজের প্রয়োজনে বাইরে বের হতে কষ্ট হচ্ছে তাদের।

চুয়াডাঙ্গা শহরের একটি খাবারের দোকানের কর্মচারী আব্দুস সালাম বলেন, ‘প্রতিদিন ভোরে কাজে যেতে হয়। এই শীতে খুব কষ্ট হয়। কিন্তু কাজ তো করতেই হবে।’

ফেরদৌস ওয়াহিদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর