খাগড়াছড়িতে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮
খাগড়াছড়িতে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার (০২ জানুয়ারি) সকাল ৭টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জিরোমাইল এলাকার পাহাড়ি ঢালু মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলে নিহত হন বান্দরবানের সিলছড়ি লামা উপজেলার ৩ নম্বর ফাইসাখালী এলাকার মো. কামালের ছেলে মো. ফিরোজ (২০)। আহত হয়েছেন রাকিব কাজী (৪৫)। তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, কাজের উদ্দেশ্যে ফিরোজ ও রাকিব মোটরসাইকেলে করে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলের উপর উঠে যায়।
দুর্ঘটনার পর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্নেহাশিস মহাজন জানান, ‘সকালে দুইজন রোড এক্সিডেন্টের রোগী আনা হয়েছিল। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজন চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ছোটন বিশ্বাস/এআরএস/এনজে