Logo

সারাদেশ

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১১:০২

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

ঝিনাইদহ সদরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মো. আরিয়ান নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকালে উপজেলার মায়াধরপুরে এ ঘটনা ঘটে।

মৃত আরিয়ান সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মো. রাসেদের বড় ছেলে।

আরিয়ানের নানা মঙ্গল মিয়া জানান, গত কয়েকদিন আগে আরিয়ানের মা তাদের বাসায় বেড়াতে এসেছিলেন। এরপর থেকে তারা এখানে ছিল। সকালে সাড়ে ৭টার দিকে আরিয়ান বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে যায়। এ সময় প্রতিবেশীদের ডাক-চিৎকারে ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান, আরিয়ান পানিতে তলিয়ে গেছে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন জানান, শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনা শুনেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম বুরহান উদ্দীন/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর