বন্ধুসভা বরগুনা ইউনিটের সভাপতি খান নাঈম, সম্পাদক ইউসুফ
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১২:১৩
ছবি : সংগৃহীত
সংগঠনকে এগিয়ে নেওয়া এবং দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখার জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবিক ও জনকল্যাণমূলক কাজের পাশাপাশি প্রথম আলো বন্ধুসভা তরুণ নেতৃত্ব তৈরি করে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের জন্য প্রথম ধাপে ৯৮টি বন্ধুসভার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত ৯৮ টি বন্ধুসভার মধ্যে বরগুনা জেলা ইউনিটের কমিটিও ঘোষণা করা হয়। ২০২৫ সালের জন্য প্রথম আলো বন্ধুসভা বরগুনা ইউনিটের সভাপতি মনোনীত হয়েছেন খান নাঈম, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউসুফ।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভার কক্ষে কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন কবি ও কথাসাহিত্যিক এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
এরপর একে একে সারা দেশের কমিটিগুলোর ঘোষণা দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক, সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ ও যুগ্ম সম্পাদক ডা. রেদোয়ান মাহমুদ রেজা।
প্রথম আলো বন্ধুসভা বরগুনা ইউনিটের সভাপতি খান নাঈম বলেন, আমি গত কয়েক বছর ধরেই বন্ধুসভার সঙ্গে যুক্ত থেকে সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছি। এবার বরগুনার বন্ধুরা আমার উপর আস্থা রেখে সভাপতি মনোনীত করেছেন এজন্য সকলের প্রতি কৃতজ্ঞ। আমি সংগঠনকে গতিশীল করতে এবং সেরা ১০ এর তালিকায় যেন বরগুনা বন্ধুসভা নাম লেখাতে পারে সেজন্য সকলের সহযোগিতায় নিরবচ্ছিন্ন ভাবে কাজ করে যাব।
সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, বিগত দিনেও বরগুনা বন্ধুসভা নানান জনসেবা মূলক ও স্বেচ্ছাসেবী কাজ করে এসেছে। এবার আমাদের লক্ষ্য বিগত দিনের থেকেও ভালো কিছু করা। তাই সকলকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এছাড়াও আমাকে সাধারন সাধারণ সম্পাদক মনোনীত করায় সকল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা।
এআরএস