Logo
Logo

সারাদেশ

আশুলিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৮:৩১

আশুলিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় কাদামাটিতে পুঁতে রাখা হৃদয় (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ২টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকার বাংলাদেশ বেতারের সীমানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় জামালপুর জেলার ইসলামপুর থানার কুলকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সে গাজীপুরের কাশিমপুর থানার মাধবপুর এলাকায় তার পরিবারের সাথে থাকত। 

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার কবিরপুর এলাকার বাংলাদেশ বেতার কেন্দ্রের বাউন্ডারির ভেতর থেকে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ কাদামাটি দিয়ে পুঁতে রেখেছিল।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কাশিমপুর থানার এসআই নাহিদ বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। হৃদয় প্রায় ৬ দিন ধরে নিখোঁজ ছিল বলে পরিবার দাবি করেছেন। মরদেহ আশুলিয়া থানা এরিয়ায় থাকায় আশুলিয়া থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।’

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।’

হাসান ভূঁইয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর