বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৩:০৮
ছবি : বাংলাদেশের খবর
প্রচণ্ড শীতে কাঁপছে বাগেরহাট। শৈত্যপ্রবাহের কষ্ট লাঘবে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাতে বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে ছিন্নমূল অসহায় মানুষ ও নৈশ প্রহরীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শহরের বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
তিনি বলেন, ‘ছাত্রদলের এই মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের দুঃখ কিছুটা লাঘব করবে। মামুন ও ইমরানের নেতৃত্বে ছাত্রদল অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় কাজ করছে।’
বাগেরহাট জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন বলেন, ‘ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আল ইমরান, শামিম মুন্সি, জসিম মিনা, আল-আমিন শেখ, রোহিত হালদার, মহিবুল্লাহ, তাসকিন রবি প্রমুখ।
শেখ আবু তালেব/এমআই