ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইলের ধনবাড়ীতে অসহায় ও ছিন্নমূল শীতার্তদের মাঝে সরকারের দেয়া শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ধনবাড়ী পৌরসভার বান্দ্রা ও চালাষ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ধনবাড়ী পৌরসভার পৌর প্রশাসক সায়েম ইমরান।
এসময় আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস, ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পৌরসভার উপসহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ, কনজারভেঞ্জি ইন্সপেক্টর বিশ্বনাথ ভদ্র, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহসভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু এবং সাংবাদিক পলাশ ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
হাফিজুর রহমান/এমআই