বাংলাদেশ স্কাউটের উদ্যোগে ৪ শতাধিক শীতবস্ত্র বিতরণ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৫:৪৩
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুর শহরের নদীর পাড় ও চরাঞ্চলের গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় চাঁদপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্কাউট ও গাইড ফেলোশিপ (বিএসজিএফ) এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডিজি ও বিএসজিএফের সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. শামসুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, স্কাউটসের সাধারণ সম্পাদক মুকুল আনোয়ার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা এবং সাধারণ সম্পাদক কাদের পলাশ।
এছাড়াও বিএসজিএফের আন্তর্জাতিক সম্পাদক জুলফিকার আলী চৌধুরী, যুগ্ম সম্পাদক এমএ ওয়াহেদ, সহ কোষাধ্যক্ষ মো. আফতাবুর রহমান, নির্বাহী সদস্য সাদেক হোসেন সানি, রোটারিয়ান অ্যাডভোকেট নুরুল আমিন আকাশ উপস্থিত ছিলেন।
একই দিনে চাঁদপুর জেলা স্কাউট অফিসে চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং ফেলোশিপের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সুফি খায়েরুল আলম খোকন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট এটিএম মোস্তফা কামাল। এছাড়া, চাঁদপুর জেলা স্কাউট কেন্দ্রে চাঁদপুর জেলা শাখার উদ্বোধনী সমাবেশও অনুষ্ঠিত হয়।
আলআমিন ভূঁইয়া/এমআই