Logo
Logo

সারাদেশ

টাঙ্গাইলে চাঁদাবাজি মামলায় যুবক গ্রেপ্তার

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৭:০১

টাঙ্গাইলে চাঁদাবাজি মামলায় যুবক গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে মো. নাইম আদনান (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের দেওলা নিঝুম ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে তাকে পাঁচ দিনের রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, সিলেটের কুলবাখানী এলাকার মৃত এমএ নুরের ছেলে তারেক আহমেদ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মনিপুরি তাঁতিশিল্প ও জামদানি বেনারশি কল্যাণ ফাউন্ডেশন নামে বাণিজ্য মেলা আয়োজনের জন্য কাজ করছিলেন। চলতি ২০২৪-২৫ অর্থবছরে তিনি টাঙ্গাইল কালেক্টরেট মাঠে মেলা করার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। জেলা প্রশাসন থেকে অনুমতির পর তারেক আহমেদ এবং ডেকোরেটর ম্যানেজার ফরহাদ হোসেন ২৯ ডিসেম্বর টাঙ্গাইলে এসে শহরের দেওলা এলাকায় অবস্থান করেন। 

ওই সময় শহরের হাজরাঘাট এলাকার জাহিদ, মো. ইমরান, নাইম আদনান, বিপ্লব, জামাল হোসেনসহ অজ্ঞাত কয়েকজন তাদের নিঝুম ছাত্রাবাসে নিয়ে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে হত্যার হুমকি ও মারধর করেন। পরে, বিকাশ ও এসএ পরিবহনের মাধ্যমে কয়েক দফায় পাঁচ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করেন তারা।

অভিযুক্তরা ৩০ ডিসেম্বর রাতে তারেক ও ফরহাদ হোসেনের তিনটি অলিখিত ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাদের ছেড়ে দেন।  এ ঘটনায় তারেক আহমেদ থানায় মামলা করেন।

এ বিষয়ে  টাঙ্গাইল সদর থানার এসআই রামকৃষ্ণ দাস বলেন, ‘গ্রেপ্তারের পর শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে অভিযুক্ত যুবক নাইম আদনানকে পাঁচ দিনের রিমান্ড নেওয়ার আবেদন করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

রেজাউল করিম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর