Logo
Logo

সারাদেশ

মাঠজুড়ে শোভা ছড়াচ্ছে সরিষা ফুল

Icon

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৭:১৪

মাঠজুড়ে শোভা ছড়াচ্ছে সরিষা ফুল

ছবি : বাংলাদেশের খবর

শীত আসার সঙ্গে সঙ্গে প্রকৃতি তার রূপ বদলায়। তখন প্রত্যন্ত গ্রামাঞ্চলে ফসলের মাঠজুড়ে সরিষা ফুলের হলুদ সমারোহ যেন নতুন জীবনের বার্তা নিয়ে আসে, যা অনুপ্রেরণা দেয় কবিদেরও। এ নিয়ে কবিদের হাজারও কবিতা রয়েছে। যেখানে এ ফুলের সৌন্দর্য ও এর সাথে সম্পর্কিত প্রকৃতির রূপের নানা দিককে তুলে ধরেছেন তারা।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠে ছড়িয়ে পড়েছে সরিষা ফুলের সোনালি রঙ। এ ফুলের সমারোহ একদিকে যেমন চোখে পড়ে, তেমনি হৃদয়ে এনে দেয় শান্তির অনুভূতি। প্রকৃতিপ্রেমীরা শীত মৌসুমে গ্রামে চলে আসেন সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে, যেন এক মায়াবী দৃশ্যের মধ্যে ডুবে যান। 

বীরগঞ্জে এ বছর প্রায় ১০ হাজার ৬৩০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশেষ করে বারি-১৪ ও বারি-১৫ জাতের সরিষা চাষে কৃষকরা বেশি আগ্রহী, কারণ এ জাতের ফুলের ফলন বেশ ভালো হয়।

উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার এলাকার কৃষক প্রফুল্ল রায় জানান, এ বছর ২ বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষা চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, শীত মৌসুমে সরিষা ফুল ফুটলে শহর থেকে প্রকৃতিপ্রেমীরা গ্রামে আসেন। শহরের যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে কিছু সময় গ্রামীণ ঐতিহ্যের মধ্যে মিশে যান। তিনি আরও জানান, এ বছর সরিষার আবাদ গত বছরের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

প্রদীপ রায় জিতু/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর