Logo

সারাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ২০

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩৬

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ২০

ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সুতাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে চাঁদপুরগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেট কার ও বাস সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাস ও প্রাইভেটকারের থাকা প্রায় ২০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে চাঁদপুরগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় যানবাহন সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে প্রাইভেটকার ও বাসে থাকা প্রায় ২০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত কোনো যাত্রীর অবস্থা আশঙ্কাজনক নয়।

নাজমুল ইসলাম হৃদয়/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর