Logo

সারাদেশ

কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৯:০৪

কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কোম্পানীগঞ্জে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আজমান আলী (১৮) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক শাওন (২১)।

শুক্রবার (০৩ জানুয়ারি) বিকেল ৫টায় কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আজমান আলী উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের সুরুব আলীর ছেলে। আহত শাওন একই গ্রামের আমির আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোলাগঞ্জ থেকে পাথরবাহী একটি ট্রাক সিলেট শহরের দিকে যাচ্ছিল। আজমান আলী ও শাওনের মোটরসাইকেলটি ট্রাকটিকে বাম দিক থেকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তারা ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যান। ঘটনাস্থলেই আজমান আলীর মৃত্যু হয়। 

স্থানীয়রা গুরুতর আহত শাওনকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রেজাউল হক ডালিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর