অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা লুট
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪
প্রতীকী ছবি
পটুয়াখালীর বাউফলে কালাইয়া বন্দরের ব্যবসায়ী সিবা নন্দ রায়কে সিবা নন্দ রায়কে (৭৮) অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়েছে। এসময় দোকানে থাকা প্রায় পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জানা গেছে, শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে মার্চেন্টপট্রি এলাকার দোকান থেকে ৮-১০ জনের মুখোশধারী দুর্বৃত্তরা তাকে অপহরণ করে ট্রলারযোগে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ওই দোকানের কর্মচারী তাপস ও শংকর জানান, ‘সিবা নন্দ প্রতিদিনের মত দোকানের শার্টার টেনে ভিতরে বসে টাকা গুনছিলেন। এসময় ৮-১০জনের মুখোশধারী এক দল লোকজন দোকানের সামনের দরজা দিয়ে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। আমাদেরকে বেঁধে ফেলে। এরপর দুর্বৃত্তরা ৫ লাখ টাকাসহ সিবু বনিককে মুখ বেধে দোকানের পেছনের দরজা দিয়ে একটি ট্রলারে তুলে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে যায়। সিবু দীর্ঘ ৫০ বছর ধরে কালাইয়া বন্দরে মুদি ও মনোহরির পাইকারী ব্যবসা করে আসছিলেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘ব্যাবসা প্রতিষ্ঠান থেকে সিবা নন্দ রায়কে অপহরণ করে নিয়ে গেছে । আমরা নদী পথে যৌথভাবে পুলিশ ও নৌপুলিশ অভিযানে বের হয়েছি । উদ্ধারের চেষ্টা চলছে ।’
আরিফুল ইসলাম সাগর/এমআই