পরশুরামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪৯
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর পরশুরামে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার পরশ পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার ( ৩জানুয়ারি) রাতে পরশুরাম পৌরসভার বাউরখুমা গ্রামে ৬০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় সমাজসেবীরা উপস্থিত ছিলেন।
ইউএনও আরিফুর রহমান জানান, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে প্রশাসনের পক্ষ থেকে প্রথম ধাপে তিনটি ইউনিয়ন ও পৌরসভায় মোট ৫০০ কম্বল বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, ‘এটি প্রথম ধাপ, এরপর দ্বিতীয় ধাপেও শীতার্তদের মাঝে আরও সহায়তা প্রদান করা হবে। সকলের সহযোগিতায় আমরা এই উদ্যোগকে সফল করতে চাই।’
এটিআর/