Logo

সারাদেশ

সিরাজগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Icon

চলনবিল প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৫:০৪

সিরাজগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত পূর্ণিমা রানী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০৪ জানুয়ারি) রাতে উল্লাপাড়া থানা পুলিশ নিজ বাড়ি থেকে মো. জহুরুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করে। তিনি উপজেলার পূর্বদেলুয়া গ্রামের বাসিন্দা জিল্লুর রহমানের ছেলে।

জানা গেছে, ২০০১ সালে কিশোরী পূর্ণিমা রানীকে গণধর্ষণের অভিযোগে তার বাবা অনিল চন্দ্র বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা করেন। মামলায় ১৬ জনকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১১ সালে আদালত ১১ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা প্রদান করেন।

এ মামলায় এখন পর্যন্ত ১০ জন সাজাপ্রাপ্তকে গ্রেপ্তার করা হয়েছে। জহুরুল ইসলাম দীর্ঘদিন দেশের বাইরে পালিয়ে ছিলেন। শনিবার তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, সাজাপ্রাপ্ত জহুরুল দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে আটক করার মাধ্যমে এ মামলার কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেছে। আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানো হয়েছে।

ফিরোজ আল আমিন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর