নেত্রকোনার মদনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ তিন নেতাকে গ্রেপ্তার করা হয়।
২০২৩ সালে শামছুল হক চ্যাম্পিয়নের ফলের দোকান ভাঙচুরের ঘটনায় ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর ৩৯ জন ও অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি দিয়ে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফেকনি গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আব্দুল্লাহ্, মদন কান্দাপাড়া গ্রামের সৈয়দ সায়েবুল ইসলামের ছেলে আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য সৈয়দ মোশাইফ হোসেন প্রিয়ম, কাইটাইল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাঁশরী গ্রামের মতি মিয়ার ছেলে মো. নাজমুল হক। তাদের শনিবার (৪ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা হাজতে প্রেরণ করা হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, শামছুল হক চ্যাম্পিয়নের ফলের দোকান ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদেরকে নেত্রকোনা হাজতে প্রেরণ করা হয়েছে।
নিজাম তালুকদার/এমজে