কাপাসিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৮:০৭
-677924932deb4.jpg)
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা জাহিদ হাসানকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাহিদ টোক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি টোক ইউনিয়নের কাসেরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
জাহিদ হাসানের বিরুদ্ধে টোক ইউনিয়নের বিভিম্ন এলাকায় আওয়ামিলীগ সরকারের শাসনামলে একক আধিপত্য বিস্তারের মাধ্যমে চাঁদাবাজি, জবর দখল ও এক তরফা সালিশি বৈঠক করে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের উপর হামলাসহ তাদের মোটরসাইকেল ও উপজেলা পরিষদ ডাকবাংলোতে ভাঙচুর করে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে।
এমজে