ছবি : বাংলাদেশের খবর
মেহেরপুরের গাংনী উপজেলায় ভৈরব নদ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। তবে ওই নবজাতকের কোনো পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার গাড়াবাড়িয়া নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে নদী পাড়ে গোসল করতে গিয়ে একটি ভাসমান শিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা নবজাতকের মরদেহ পানি থেকে তুলে ডাঙ্গায় নিয়ে এসে স্থানীয় ধলা পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, নবজাতকের মরদেহ দেখে ধারনা করা হচ্ছে, কেউ অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতকটিকে নদীতে ফেলে দিয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছ।
জামান আকতার/এমবি