Logo

সারাদেশ

খাগড়াছড়িতে তক্ষক পাচারে জড়িত ৩ জন আটক

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:১৬

খাগড়াছড়িতে তক্ষক পাচারে জড়িত ৩ জন আটক

খাগড়াছড়িতে তক্ষক পাচারে জড়িত ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বন বিভাগ। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে মামলা শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা। 

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জিরোমাইল এলাকা থেকে পুলিশের সহায়তায় তক্ষকসহ ৩ জনকে আটক করা হয়। পাচারে জড়িত থাকার অপরাধে মো. সালাউদ্দিন , মো. তৌহিদ ও এস এম রফিকুল ইসলামকে আদালতে তোলা হয়েছে। 

খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী আইনে তক্ষক পাচারে জড়িত আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

ছোটন বিশ্বাস/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর