Logo
Logo

সারাদেশ

জামায়াত সেক্রেটারি

শেখ হাসিনাকে ১০০ বার ফাঁসি দেওয়া সম্ভব

Icon

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:৩০

শেখ হাসিনাকে ১০০ বার ফাঁসি দেওয়া সম্ভব

শেখ হাসিনাকে ১০০ বার ফাঁসি দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘আমাদের নেতাদের ফাঁসি দিতে গিয়ে মিথ্যা মামলা, মিথ্যা এজাহার, মিথ্যা বাদী, মিথ্যা সাক্ষী লেগেছে। কিন্তু সত্য সাক্ষি দিয়ে হাসিনাকে ১০০ বার ফাঁসি দেওয়া সম্ভব।‘

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা আরকে উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কর্মী সম্মলেনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ষড়যন্ত্র করে লাভ হবে না উল্লেখ করে হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি এই জুলাই অভ্যুত্থানের পর পাল্টা ক্যু করার চেষ্টা করলেন। জুডিশিয়ালি ক্যু করে বিচারপতিদেরকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে বাতিলের চেষ্টা করলেন, আনসার কাণ্ড, সচিবালয় ঘেরাও, এই দাবি, সেই দাবি, হিন্দু-মুসলিম বৌদ্ধ আমার সব ধর্মের ভাইদেরকে উসকে দিয়ে অরাজকতা করার চেষ্টা করলেন, এখনো সেই চেষ্টা আপনি করছেন। আপনার সেই চেষ্টা সফল হবে না।’

তিনি বলেন, ‘আজকের এ অস্থিরতা ও অরাজকতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ জাতীয় ঐক্যের চ্যালেঞ্জ গ্রহণ করেছে। নিশ্চয়ই বাংলাদেশ নির্মাণে আমাদের সোনার সন্তানেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে ঋণী করে গেছেন। এ রক্তের দায়, ঋণ আমাদের শোধ করতে হবে।’

সাত থেকে আট মাসের মধ্যে সংস্কার শেষে নির্বাচন দেওয়া সম্ভব উল্লেখ করে তিনি বলেন, ‘৫/৭ অর্গানকে সংস্কার করে ৭/৮ মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আমাদের সেই নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরতে হবে, অবশ্য নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু।’

নির্বাচনের জন্য দীর্ঘ সময় নেওয়া যাবে না উল্লেখ করে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দীর্ঘ সময় নেওয়া হলে ওই বিজেপি শাসিত সরকার ওই খান থেকে ষড়যন্ত্র করতে পারে। তাই ন্যূনতম সংস্কারের জন্য যতটুকু সময় প্রয়োজন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ততটুকু সময় দিতে রাজি আছে। কারণ সংস্কার ছাড়া আবার যদি ইলেকশন হয়, তাহলে আবার ১৪, ১৮, ২৪ এর মতো হবে।’

জামায়াত সেক্রেটারি বলেন, ‘কিছু লোক নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, ওরা চায় নির্বাচন কাল হলেই ভালো হয়। এই অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয়, তাহলে জাতির ভাগ্যে মহাদুযোর্গ অপেক্ষা করছে। খুনি ফ্যাসিস্ট লুটপাটকারীদের বিচারের জন্য সরকার যে টাইব্যুনাল করেছে, তাড়াহুড়া করে তা ব্যাহত করা যাবে না।’

এ এইচ এম মাজহারুল আজাদ বুলবুল/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর