Logo
Logo

সারাদেশ

নীলফামারীতে ছাত্রলীগের ২ কর্মী গ্রেপ্তার

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:৩৯

নীলফামারীতে ছাত্রলীগের ২ কর্মী গ্রেপ্তার

নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) ভোরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, জেলা শহরের বাবুপাড়া এলাকার নাজমুল হোসেন ও জুম্মাপাড়া এলাকার ফরহাদ হোসেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান সাঈদ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামীম শাহ আলম তমুর গ্যারেজে অগ্নিসংযোগ ও হামলা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, ফরহাদ জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন এবং নাজমুল ছাত্রলীগের কর্মী। তিনি আরও বলেন, ‘নাজমুলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

তৈয়ব আলী সরকার/ এমজে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর