আগাছানাশক ছিটিয়ে লক্ষাধিক টাকার সরিষা ক্ষেত ধ্বংস

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:০৪
-6779f6a15a915.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামে জমি নিয়ে শত্রুতার জেরে আগাছানাশক ঔষধ প্রয়োগ করে কৃষকের এক একর সরিষা ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ শাহআলম মুসল্লি ও তার ছেলে ইয়ামিন মুসল্লির বিরুদ্ধে এ অভিযোগ করেন জমির মালিক সালেহা বেগম ও তার ভাই খালেক গাজী।
শনিবার ( ৪ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষেতে লাগানো ছোট ছোট সরিষার চারাগুলো শুকিয়ে পড়ে আছে।
জমির মালিক সালেহা বেগম জানান, গুশিলাশাখালী মৌজার ৭৭৪ নং খতিয়ানের ৪৫৮৩ নং দাগের এক একর জমি তাদের পৈত্রিক সম্পত্তি। দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে শাহআলম মুসল্লির সঙ্গে তাদের বিরোধ চলছিল।
চলতি মৌসুমে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় করে জমিটিতে সরিষা চাষ করেন সালেহা বেগমের ছেলে মো. মোশারফ হোসেন এবং খালেক গাজী। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে জমি পরিদর্শনে গিয়ে তারা দেখেন, আগাছানাশক ওষুধ ছিটিয়ে সরিষার ক্ষেত সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে।
মোশারফ হোসেন অভিযোগ করেন, ‘শাহআলম মুসল্লি দীর্ঘদিন ধরে আমাদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এর আগেও ওই জমিতে বিষ প্রয়োগ করে আমাদের একটি গরু হত্যা করেছেন, যার ফলে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সেই বিষয়ে আদালতে মামলা চলছে। এবার সরিষা ক্ষেত ধ্বংস করে আমাদের আরেকটি বড় ক্ষতি করলেন।’
এদিকে অভিযোগ অস্বীকার করে শাহআলম মুসল্লি বলেন, ‘এ ধরনের কাজের সঙ্গে আমি বা আমার পরিবার জড়িত নই। আমাকে সমাজে হেয় করার জন্য এই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।’
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ঈছা বলেন, ‘সরিষা ক্ষেত নষ্ট হওয়ার ঘটনাটি সরেজমিনে তদন্ত করেছি এবং ক্ষেত নষ্ট হওয়ার সত্যতা পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছি।’
এস এম সুমন রশিদ/এটিআর