Logo
Logo

সারাদেশ

বাগেরহাট জেলা ছাত্রশিবিরে নতুন নেতৃত্ব ঘোষণা

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১০:৪৯

বাগেরহাট জেলা ছাত্রশিবিরে নতুন নেতৃত্ব ঘোষণা

সভাপতি ও সাধারণ সম্পাদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে জেলা সদরের আল ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি সদস্য সম্মেলনে খুলনা অঞ্চলের নতুন কমিটি ঘোষণা করে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ।

এতে ২০২৫ সালের জন্য বাগেরহাট জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মোরশেদ আলম এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আহমেদ আব্দুল্লাহ। 

হাফেজ মোরশেদ আলম ২০২৪ সালে বাগেরহাট জেলা শিবিরের সেক্রেটারি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে, আহমেদ আব্দুল্লাহ একই বছরে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 

নতুন এই নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছে স্থানীয় নেতাকর্মীরা। নবকমিটির প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে আগামী দিনে বাগেরহাট ছাত্রশিবিরের কর্মকাণ্ডে আরও সফলতা আশা করছেন তারা।

শেখ আবু তালেব/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর