বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ভিডিপি দিবস উদযাপন
বাঘেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৫:০৯
ছবি : বাংলাদেশের খবর
‘শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তা—সর্বদা আমরা সমাজ গড়তে চাই’ স্লোগানকে ধারণ করে বাঘেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৫তম জাতীয় দিবস পালিত।
রোববার (৫ জানুয়ারি) সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আনসার ও ভিডিপি বাহিনীর জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম।
সদর উপজেলা ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট সার্কেল অ্যাডজুট্যান্ট আনিসুর রহমান, সদর উপজেলা প্রশিক্ষক এস. এম. ফয়সাল মাহমুদ, প্রশিক্ষিকা বনশ্রী কীর্ওনীয়াসহ অন্যান্য বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,‘আনসার ও ভিডিপি বাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এই বাহিনীর প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম স্থানীয় জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
এসময় জেলার বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ ও সেবামূলক কাজের জন্য ভিডিপি সদস্যদের পুরস্কৃত করা হয়। এ ছাড়া, নতুন কর্মপরিকল্পনার ঘোষণা এবং স্থানীয় জনগণের জন্য আরও কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন কর্মকর্তারা।
শেখ আবু তালেব/এটিআর