বিয়ের ১৭ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৫:৪৬
নীলফামারীর সৈয়দপুরে বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে নিজের ঘর থেকে মুক্তা (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে শহরের কুন্দল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুক্তা উপজেলার কাজিরহাট গ্রামের মোহাম্মদ রানার স্ত্রী ও শহরের কুন্দল এলাকার মৃত নান্নুর মেয়ে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানায়, মুক্তা স্থানীয় একটি বিউটি পার্লারে কাজ করতেন। এ ঘটনায় মুক্তার স্বামী রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুক্তার পরিবার ও স্বজনরা জানায়, গত ১৭ দিন আগে রানার সঙ্গে মুক্তার বিয়ে হয়। বিয়ের পর শ্বশুর বাড়িতে যাওয়ার পর থেকেই রানা তার স্ত্রী ওপর নির্যাতন শুরু করে। ঘটনার আগের দিন রাতে ঘুমিয়ে পড়েন মুক্তা। পরের দিন সকালে তাকে মৃত্য অবস্থায় দেখতে পায় পরিবারে লোকজন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মুক্তার ভাই মো. সাইদুল বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার বোনের জামাই নেশাগ্রস্থ ছিল। বোনকে মেরে ফেলা হয়েছে। এর বিচার চাই।
ওসি ফইম উদ্দীন বলেন, রোববার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তার স্বামী রানাকে গ্রেপ্তার করা হয়েছ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা স্ত্রী হত্যার বিষয়টি স্বীকার করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তৈয়ব আলী সরকার/এমবি