Logo
Logo

সারাদেশ

বগুড়ায় অবৈধ সীসা কারখানায় জরিমানা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩৭

বগুড়ায় অবৈধ সীসা কারখানায় জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে রোববার (৫ জানুয়ারি) বগুড়ার কাহালু উপজেলার উলট্ট এলাকায় একটি অবৈধ সীসা কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মিকাইল হোসেন, উপজেলা প্রশাসনের কর্মচারী এবং কাহালু থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযানকালে দেখা যায়, অনুমোদনহীন সীসা কারখানায় আইপিএস ও গাড়ির ব্যাটারি ভেঙে এসিড ফেলা হচ্ছে এবং সীসা গলানো হচ্ছে। যা পরিবেশ ও মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। কারখানায় বিপুল পরিমাণ পরিত্যক্ত এসিড, সীসা, সীসা গলানোর সরঞ্জামাদি এবং কয়লা পাওয়া যায়। এর ফলে আশপাশের ফসলের জমি ও পরিবেশের জন্য ব্যাপক ক্ষতি সৃষ্টি করছে।

প্রতিষ্ঠানটির অনুমোদন না থাকায় এবং পরিবেশের ক্ষতির কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী দুই দিনের মধ্যে ফ্যাক্টরিটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর